গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত সিঁথি সাহা ও চন্দন সিনহার গাওয়া 'আঙুল ছুঁয়েছে আঙুল তোমার' গানটি বেশ প্রশংসিত হয়।
সে ধারাবাহিকতায় ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সিঁথি সাহার নতুন একক গান 'আমাকে দোষ দিও না'।
গানটির কথা লিখেছেন কলকাতার প্রসেনজিৎ মুখার্জি। সুর ও সংগীতায়ােজনে ইন্দ্রদীপ দাশ গুপ্ত। যিনি কলকাতার অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্ঠা।
ফরহাদ আহমেদ পরিচালিত 'অবশেষে ভালোবেসে' নাটকে গানটি ব্যবহৃত হয়। যা বায়োস্কোপে পাওয়া যাচ্ছে। এবার সেই গানটির ভিডিও আসছে। যাতে অভিনয় করেছেন মিথিলা ও রাহাত রহমান।
সিঁথি সাহা বলেন, 'আমার অসম্ভব প্রিয় একটি গান এটি। নাটকে ব্যাবহারের ফলে গানটির প্রতি দর্শক-শ্রোতাদের একটা ভালোবাসা তৈরি হয়েছে। গানটির মধ্যে অন্যরকম একটি গল্প আছে। শুনলে এবং দেখলে এটা সবাই বুঝতে পারবেন।'
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন