এক প্রেমনির্ভর সিনেমায় ১৯ বছর পর এক সঙ্গে দেখা যাবে দুই সুপারস্টার সঞ্জয় লীলা বানসালী ও সালমান খানকে। তবে সিনেমাটির নাম এবং নায়িকার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। চলতি বছরের মাঝামাঝিতে সিনেমাটির কাজ শুরু হলেও মুক্তি দেওয়া হবে আগামী বছরে।
প্রযোজনা সংস্থা বানসালী প্রডাকশনসের প্রধান নির্বাহী প্রেরণা সিং জানিয়েছেন, বাস্তব প্রেমের কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছে নতুন সিনেমাটি। এরইমধ্যে সিনেমাটি জন্য সালমানকে নির্বাচন করেছেন বানসালী।
প্রেরণা সিং আরও জানিয়েছেন, নতুন এই সিনেমার গল্প পর্দায় ফুটিয়ে তোলার জন্যে বানসালী-সালমানের সমন্বয় একটা বড় ব্যাপার হয়ে উঠতে পারে।
১৯৯৬ সালে ‘খামোসি-দ্য মিউজিক্যাল’ সিনেমার মাধ্যমে বলিউডে পরিচালনায় যাত্রা শুরু করেন বানসালী। এতে অভিনয় করেছিলেন সালমান। এরপর ১৯৯৯ সালে ‘হম দিল দে চুকে সনম’ নামে সিনেমা নির্মান করেন বানসালী। এতেও সালমানকে নিয়েছিলেন বানসালী। সালমান ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন ঐশ্বর্য-অজয় দেবগন।
এরপর দীর্ঘ ১৯ শেষে ২০ বছরে এসে ফের সঞ্জয়লীলা বানসালীর নতুন সিনেমাতে কাজ করতে যাচ্ছেন সালমান খান।
সালমান খান এখন ‘ভারত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবি কোরিয়ান চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর ভারতীয় সংস্করণ। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন