গত লোকসভা নির্বাচনে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের প্রার্থী করে সাফল্য দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার সেই পথেই হাঁটছে চলেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনীকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী করতে চাইছে বিজেপি। যদিও এ বিষয়ে স্পষ্ট করে কেউ কিছু বলেনি।
রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ভাষ্য, বাংলায় কিছু বিশেষ ব্যক্তি সেলিব্রিটি বলা যায় তাদের নাম ও বিবেচনায় আছে। কথাবার্তা চলছে।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব