সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সারা আলী খানের সম্পর্ক নিয়ে ঘোর আপত্তি রয়েছে সারা সৎমা কারিনা কাপুরের। সম্প্রতি তিনি আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, সারা এখন যার সঙ্গে ডেট করছেন, সেটা মোটেও পছন্দ নয় তার। কিন্তু কেন সেটা খোলাসা করেননি। শুধু বলেছেন, ‘কখনো আগের ছবির নায়কের সঙ্গে ডেট করতে নেই।'
সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা মাত্র বলিউডে পা রেখেছেন। এরই মধ্যে নিজের ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তিনি আলোচিত। কিছুদিন আগে সারা ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এসেছিলেন বাবার সঙ্গে। জনপ্রিয় এই অনুষ্ঠানে সারা বলিউডের তরুণ নায়ক কার্তিক আরিয়ানের সঙ্গে ডেটে যাওয়ার কথা বলেন। এরপর থেকে সারা আর কার্তিককে নিয়ে নানা খবর সামনে চলে আসে। কিন্তু এরই মধ্যে সারার সঙ্গে বলিউডের আরেক তারকা সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠতার কথা শোনা যায়। সুশান্ত ‘কেদারনাথ’ ছবিতে সারার বিপরীতে ছিলেন। বিটাউনে জোর গুঞ্জন, সারা আর সুশান্ত একে অপরকে ডেট করছেন। আর তা মেনে নিতে পারেননি কারিনা কাপুর খান।
সম্প্রতি ‘স্টোরি নাইটস টু’ চ্যাট শোতে বন্ধু অমৃতা অরোরার সঙ্গে এসেছিলেন কারিনা। এখানে তিনি সারাকে ‘ডেট’ নিয়ে পরামর্শ দেন। এই শোতে কারিনাকে প্রশ্ন করা হয়, তিনি সারাকে ‘ডেট’ নিয়ে কী পরামর্শ দেবেন? জবাবে কারিনা যা বলেছেন, তা শুধু সারার জন্য নয়, বলিউডের সব নতুনের জন্য খুব ভালো পরামর্শ। তা হলো, ‘কখনো আগের ছবির নায়কের সঙ্গে ডেট কোরো না।’ তবে এটাও বুঝিয়ে দেন, তিনি যা বলেছেন, তা একজন বন্ধু হিসেবে বলছেন। তবে কারিনা কাপুর খানের পরামর্শ থেকে এটা খুব স্পষ্ট, মজার ছলে হলেও সারাকে তার প্রথম ছবির নায়ক সুশান্তের সঙ্গে ডেট না করার পরামর্শ দিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব