শাকিব খান ও নুসরাত ফারিয়া জুটির প্রথম ছবি 'শাহেনশাহ' মুক্তি পাচ্ছে আগামী ২২ মার্চ। 'শাহেনশাহ'র প্রথম গান প্রকাশ করা হবে আগামীকাল। গানটির শিরোনাম 'রসিক আমার'। আজ রবিবার গানের একটি স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে।
ছবিতে শাকিব-ফারিয়া ও রোদেলা ছাড়া আরও অভিনয় করছেন নবাগত রোদেলা জান্নাত, মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ।
শামীম আহমেদ রনি পরিচালিত 'শাহেনশাহ' ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ছবির ডিজিটাল কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস।
বিডি প্রতিদিন/ফারজানা