বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এ্যাডভার্ব ব্যান্ডের নতুন মিউজিক ভিডিও ‘কতদূর’ প্রকাশিত হয়েছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ইউটিউবে প্রকাশ করা গানটির মিউজিক ভিডিও তে দেখা যায় প্রেমের এক অদ্ভুত অনুভূতি।
প্রথম গানের মুক্তি ও পরিকল্পনা নিয়ে কথা হয় রক ঘরানার এ্যাডভার্ব ব্যান্ডের ড্রামার সোহাগের সাথে। কেনো শুধু একটা গান মিউজিক ভিডিও সহকারে রিলিজ করার কারণ জানতে চাইলে ড্রামার সোহাগ বলেন, এখন তো আর কেউ এলবাম কিনতে চায় না। এখন সবাই নেট থেকে ডাউনলোড করে বা মোবাইল টু মোবাইল শেয়ার করে ফেলে। তাই এ ভাবে না গিয়ে আমরা সরাসরি সর্বসাধারণের জন্য আমাদের গান মুক্ত করে দিয়েছি।
সামনে কি এ ভাবেই গান মুক্তি পাবে? হ্যা, আমাদের এ বছরের প্ল্যান হচ্ছে ছয় থেকে সাতটা গান মিউজিক ভিডিও সহ রিলিজ দেয়া। আপনাদের আর অন্য রক ব্যান্ডের মধ্যে ভিন্নতা কী? অন্য ব্যান্ড কি করছে তা বলতে পারবো না তবে আমাদের শক্তিশালী দিক হচ্ছে লিরিক।
যখন কোনো লিরিক তাল আর সুর পায় তখন তা আনন্দময় হয়ে উঠে। তাই আমরা রক ব্যান্ড হিসেবে চেষ্টা করবো শ্রোতাদের গানের মাধ্যমে আনন্দ দিতে। কেমন সাড়া পাচ্ছেন? জ্বী বেশ ভালো সাড়া পাচ্ছি ইতোমধ্যে আমরা বেশ কিছু প্রোগ্রাম রয়েছে সেগুলো করবো আর পাশাপাশি নেক্সট গানটা বেড় করার প্ল্যান করছি।
ব্যান্ডটিতে ভোকাল হিসেবে রয়েছেন প্রান্ত, ড্রামে আছেন সোহাগ, বেইস গিটারে তুহিন এবং লিড গিটারে আছেন লিংকন ও রেক্স।
নিজেদের গানকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এবং বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করাই ব্যান্ডটির ভবিষ্যৎ পরিকল্পনা বলে জানিয়েছে ব্যান্ডটির সদস্যরা।
২০১৪ সালে যাত্রা শুরু করা ব্যান্ডটি ইতোমধ্যেই তাদের অবসাদ, বিদায় বেলা, কতদূর সহ বেশ কয়েকটি গানের মাধ্যমে স্রোতা জনপ্রিয়তা অর্জন করেছে।
ভিডিও দেখতে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন