অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান। 'দ্য ফেভারিট' সিনেমার জন্য প্রথমবারের মতো অস্কার জিতেছেন তিনি।
এ বছর সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে গ্রেন ক্লোজ ও অলিভিয়া কোলম্যানের মধ্যে। দ্য ওয়াইফ সিনেমায় অভিনয়ের জন্য গ্লেন ক্লোজ গোল্ডেন গ্লোব জিতে নেয়ায় অনেকেই মনে করেছেন তার হাতেই যাবে অস্কার। তবে শেষ পর্যন্ত অস্কার গেছে অভিলিয়ার হাতে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের ৯১তম আসরের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শুরু হয়েছে বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায়। এবারের আসরে কোনো উপস্থাপক নেই। আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব