বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। আর অস্কারের আরও একটি আকর্ষণ হলো সঞ্চালক। বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের ক্যলিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ঐতিহ্যবাহী ডলবি থিয়েটারে ৯১তম এই অস্কার শুরু হয়েছে। বিনোদন জগতের সবচেয়ে জমকালো এ আয়োজনে বাহারি সব পোশাকে অংশ নিচ্ছেন হলিউডের নামকরা সব তারকারা।
'অ্যান্ড দ্য অস্কার গোজ টু' এই ঘোষণা এ বছরের অস্কার মঞ্চে শোনা যাচ্ছে না। কারণ এবার সঞ্চালকহীন রয়েছে অস্কার মঞ্চ। ১৯৮৯ সালের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সঞ্চালক ছাড়াই হচ্ছে অস্কার।
অনুষ্ঠানে ২৪টি বিভাগে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে অস্কারের সোনালী ট্রফি। ৭ হাজার ৯০২ জন ভোটারের রায়ে প্রস্তুত করা হয়েছে নির্বাচিতদের তালিকা।
এবারের অস্কারের সেরা চলচ্চিত্রের দৌড়ে এগিয়ে আছে, আলফনসো কুয়ারনের 'রোমা' এবং ইয়র্গেস লানতিমোসের 'দ্যা ফেভারিট'। সেরা অভিনেতার তকমা জিততে এগিয়ে আছেন রামি মালিক, ক্রিশ্চিয়ান বেল ও ব্রাডলি কুপার। অন্যদিকে সেরা অভিনেত্রী হতে পারেন গ্লেন ক্লোজ, লেডি গাগা, ইয়ালিতজা আপারিসিও, কিংবা ওলিভিয়া কোলম্যানের মতো তারকারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম