এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে সেরা সিনেমার খেতাব পেল পিটার ফ্যারেলি পরিচালিত ‘গ্রিন বুক’। হাস্যরসাত্মক গল্পে নির্মিত সিনেমাটি আটটি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করেছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রবিবার রাত ৮টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) শুরু হয়েছে জাঁকজমকপূর্ণ ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এবারের আসরে কোনো উপস্থাপক নেই। আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।
বিডি প্রতিদিন/হিমেল