চলচ্চিত্রে সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারে গত ৩০ বছর মোট ৫ বার মনোনয়ন পেয়েছিলেন স্বনামধন্য নির্মাতা, লেখক, প্রযোজক ও অভিনেতা স্পাইক লি। অবশেষে 'সেরা অভিযোজিত চিত্রনাট্য' ক্যাটাগরিতে অস্কার জিতলেন তিনি।
রবিবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসরে 'ব্ল্যাকক্ল্যান্সম্যান' ছবির জন্য এ সম্মান দেয়া হয় তাকে।
পুরস্কার নিতে এসে স্ত্রী তনয়া লুইসকে ধন্যবাদ জানান তিনি। অস্কারের মঞ্চে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আফ্রিকান-আমেরিকানদের ইতিহাস ও তাদের কঠিন সংগ্রাম নিয়েও কথা বলেন স্পাইক লি। সূত্র: ভ্যারাইটি সাময়িকী
বিডি প্রতিদিন/ফারজানা