অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯১তম আসরে ১০টি বিভাগে মনোনয়ন পেয়ে চমকে দিয়েছিল 'রোমা' ও 'দা ফেভারিট' ছবি দুটি। শেষ পর্যন্ত সেরা ছবি নির্বাচিত হয়েছে 'গ্রিন বুক'। অস্কার জয়ীদের পূর্ণাঙ্গ তালিকা:
সেরা ছবি
গ্রিন বুক
সেরা নির্মাতা
আলফাসনো কুয়ারন, 'রোমা'
সেরা অভিনেতা
রামি মালেক, 'বোহেমিয়ান র্যাসপডি'
সেরা অভিনেত্রী
অলিভিয়া কোলম্যান, 'দ্য ফেভারিট'
সেরা পার্শ্ব অভিনেতা
মাহেরশালা আলী, 'গ্রিন বুক'
পার্শ্ব অভিনেত্রী
রেজিনা কিং, 'ইফ বিটল স্ট্রিট কুড টক'
মৌলিক চিত্রনাট্য
গ্রিন বুক
অভিযোজিত চিত্রনাট্য
ব্ল্যাকক্ল্যান্সম্যান
সেরা বিদেশী ছবি
রোমা
অ্যানিমেটেড ফিচার
স্পাইডার ম্যান; ইনটু দ্য স্পাইডার-ভার্স
শব্দ সম্পাদনা
বোহেমিয়ান র্যাসপডি
ভিজুয়াল ইফেক্টস
ফার্স্ট ম্যান
ছবি সম্পাদনা
বোহেমিয়ান র্যাসপডি
অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য
বাও
লাইভ একশন শর্ট
স্কিন
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র
পিরিয়ড, এন্ড অব সেন্টেন্স
অরিজিনাল স্কোর
ব্ল্যাক প্যান্থার
মৌলিক গান
শ্যালো, 'এ স্টার ইজ বর্ন'
প্রোডাকশন ডিজাইন
ব্ল্যাক প্যান্থার
সিনোমাটোগ্রাফি
রোমা
কস্টিউম ডিজাইন
ব্ল্যাক প্যান্থার
মেকআপ ও কেশসজ্জা
ভাইস
প্রামাণ্যচিত্র ফিচার
ফ্রি সোলো
শব্দ মিশ্রণ
বোহেমিয়ান র্যাসপডি
সূত্র: নিউ ইয়র্ক টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা