বয়স মাত্র পাঁচ মাস। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেটারর ছেলে ইজান। সম্প্রতি সানিয়ার প্রিয় বান্ধবী পরিনীতি চোপড়া এসেছিলেন সানিয়ার ছেলেকে দেখতে।
তারপরেই সোশ্যাল মিডিয়ায় সানিয়ার ছেলেকে কোলে নেওয়া নিজের একটি ছবি টুইট করেন পরিনীতি। ছবিতে দেখা গেছে, পরিনীতির কোলে বসে মন দিয়ে অভিনেত্রীর হাত খাচ্ছে ইজান। ছবির নীচে টুইট করে পরিনীতি লিখেছেন, আমি খালা হয়ে গিয়েছি। এতোটাই মিষ্টি ইজান যে তাকে নিজের কাছে রেখে দেওয়ার জন্য সানিয়ার কাছে আবেদন জানিয়েছেন পরিনীতি।
তারপরই সানিয়া লিখেছেন, আমাদেরও সেই এক কথাই মনে হচ্ছে। গত অক্টোবরেই ইজানের জন্ম হয়েছে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছেলের একাধিক ছবি শেয়ার করেছেন সানিয়া মির্জা এবং শোয়েব মালিক। সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর