১৯ মে, ২০১৯ ১২:৪৬

অভিনেত্রী মায়া ঘোষের মৃত্যু

অনলাইন ডেস্ক

অভিনেত্রী মায়া ঘোষের মৃত্যু

ক্যানসারের সঙ্গে লড়াই করে হার মানলেন মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র অভিনেত্রী মায়া ঘোষ। যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়া ঘোষের পুত্র দীপক ঘোষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

২০০০ সালে মায়া ঘোষের শরীরে প্রথম ক্যানসার ধরে পড়ে। ২০০১ সালের ফেব্রুয়ারিতে কলকাতার সরোজগুপ্ত ক্যানসার হাসপাতালে চিকিৎসা শুরু হয়। এরপর কিডনি, লিভার ও হাঁটুর সমস্যা দেখা দেয়। ১৩ মার্চ শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর ২২ মার্চ কলকাতায় নেয়া হয়। শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি হয়নি। গত ১৫ এপ্রিল তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

প্রসঙ্গত, ১৯৪৯ সালের ৩১ ডিসেম্বর যশোরের মণিরামপুর উপজেলার প্রতাপকাটি গ্রামে জন্মগ্রহণ করেন মায়া ঘোষ।  ১৯৮১ সালে ‘পাতাল বিজয়’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন মায়া ঘোষ। সর্বশেষ ২০১৬ সালে জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘ডিবি’-তে অভিনয় করেছেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর