প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে প্রকাশ পেল জনপ্রিয় সঙ্গীতশিল্পী এফ এ সুমনের নতুন একটি গান। গানটির শিরোনাম 'অন্তর পুড়ে ছাই'। গানটির কথা লিখেছেন আরিফ মজুমদার। সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত চ্যাটার্জি।
'সারা অনন্ত পুড়ে পুড়ে হয়ে গেছি ধূলি-ছাই/ আমি নিদারুণ ক্ষয়ে যাই/ তোমার প্রেমে দুঃখ বাড়াই'-এমন কথায় প্রেমিক মনের আকুতি কণ্ঠশিল্পী এফ এ সুমনের দরদভরা কণ্ঠে প্রকাশ পায়।
ঈদ উপলক্ষে সিএমভির ইউটিউব চ্যানেলে গানটির লিরিকাল ভিডিওটি প্রকাশ পেয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন