ভুঁইফোঁড় অর্থলগ্নিকারী সংস্থা ‘রোজভ্যালি’র সাথে এবার নাম জড়ালো অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির। এই ঘটনায় মঙ্গলবার প্রসেনজিৎ-কে সমন পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ১৯ জুলাই বেলা ১২টার মধ্যে কলকাতায় ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
ইডি সূত্রে খবর, রোজভ্যালির মালিক গৌতম কুন্ডুর সাথে একাধিক অনুষ্ঠানে প্রসেনজিৎ চ্যটার্জিকে দেখা গিয়েছিল। কেন তিনি ওই সব অনুষ্ঠানে গিয়েছিলেন, অনুষ্ঠানের যাওয়ার জন্য দুই পক্ষের মধ্যে কোন আর্থিক লেনদেন হয়েছিল কি না-সমস্ত বিষয়টাই খতিয়ে দেখছে ইডি।
গৌতম কুন্ডুর সাথে প্রসেনজিতের কোন যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে চাইছে তদন্তকারী কর্মকর্তারা।
উল্লেখ্য, রোজভ্যালির ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে গৌতম কুন্ডুকে। এই মামলায় নাম জড়িয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার নাম।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৯/মাহবুব