২৫ আগস্ট, ২০১৯ ০১:৩৬

পুরুষনির্যাতন বিরোধী মানববন্ধনে হিরো আলম

অনলাইন ডেস্ক

পুরুষনির্যাতন বিরোধী মানববন্ধনে হিরো আলম

সংগৃহীত ছবি

পুরুষনির্যাতন বিরোধী মানববন্ধনে অংশ নিয়ে শক্ত আইন চাইলেন আলোচিত অভিনেতা হিরো আলম। তিনি বলেন, ‘পুরুষ নির্যাতনের একটি শক্ত আইন চাই। ঘরে ঘরে পুরুষেরা নির্যাতনের শিকার হচ্ছে। নারী নির্যাতন আইনের অপব্যবহার করে পুরুষদের নানাভাবে নির্যাতন করছে নারীরা।'

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পরিবারে পুরুষের ভূমিকা কম নয়, তবু পুরুষ কেন অবহেলিত’ শীর্ষক এক মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ মেন’স রাইট নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তিনি আরও বলেন, 'পুলিশ প্রশাসন সব সময় নারীদের পক্ষ নেয়, আমরা কি প্রকৃত দোষী কি দোষী না তা দেখে না। নারীরা ডিভোর্স হয়ে যাবার পর আমাদের বিরুদ্ধে যৌতুকের মামলা করে। নারীরা অনেক জায়গায় আমাদের ব্ল্যাকমেইল করছে। আমরা নারী নির্যাতন আইনের সংশোধন চাই, এজন্যই এই মানববন্ধনে অংশ নিয়েছি।'

সংগঠনটির মহাসচিব প্রকৌশলী ফারুক শাজেদ বলেন, বাংলাদেশ মেন’স রাইটস'র ২য় প্রধান দাবি হলো- নারী নির্যাতন আইনের সংশোধন করা। কারণ, এই আইনের কারণে মিথ্যা মামলায় জর্জরিত হতে হয় পুরুষদের।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে স্ত্রীকে পেটানোর অভিযোগে জেল খাটেন হিরো আলম।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর