বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত ও হৃত্বিক রোশানের দ্বন্দ্ব বহুদিনের। বিভিন্ন সময় এই দ্বন্দ্ব উস্কে ওঠে। তবে কঙ্গনার দিক থেকে আপত্তিকর মন্তব্য বেশি হয়। গুঞ্জন ছিল দুজনের মধ্যে এক সময় গভীর সম্পর্ক ছিল। তবে হৃত্বিক বিভিন্ন সময় অস্বীকার করেন। আর অন্যদিকে কঙ্গনা সব দোষ চাপান হৃত্বিকের ওপর। গালকাটা অভিনেত্রী হিসেবে বেশ পরিচিত কঙ্গনা। সম্প্রতি তার কথার প্রেক্ষিতে জবাব দিয়েছেন হৃত্বিক।
ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হৃত্বিক বলেন, কিছু ব্যক্তি এখনও মিথ্যে ও ছলনাকে আশ্রয় করে প্রচারের আলোয় থাকছে। আর সংবাদ মাধ্যমও এদের এই মিথ্যে আর ছলনাকেই বেশি গুরুত্ব দেয়। সেটাই আমাকে আরও বেশি আঘাত করে।
কৃষ-২ মুক্তি পাওয়ার পর থেকে হৃত্বিক-কঙ্গনার সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন ছড়ায় বলিউডে। কঙ্গনা হৃত্বিকের সঙ্গে সম্পর্কে থাকার দাবি করেছিলেন। সেই দাবি কিন্তু বাতিক করে দিয়েছিলেন হৃত্বিক। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হয়েছিল। কঙ্গনা হৃতিকের লেখা চিঠি দাবি করে একাধিক বক্তব্য প্রকাশ করেছিলেন। এই নিয়ে দুই অভিনেতার সম্পর্কের টানা পোড়েন শুরু হয়। কয়েকদিন আগে কঙ্গনার ছবি ‘মেন্টাল হ্যায় কেয়া’র মুক্তির ও হৃত্বিকের ছবি ‘সুপার থারটি’র মুক্তির দিন একই হয়। বিতর্ক এড়াতে হৃত্বিক তার ছবির মুক্তির দিন পিছিয়ে দেন। তবে বিতর্ক থেকে মুক্তি পান না এই দুই তারকা।
বিডি প্রতিদিন/কালাম