ঢালিউডের আলোচিত জুটি অনন্ত জলিল ও বর্ষা তাদের বিবাহিত জীবনের ৮ বছর পূর্ণ করেছেন। বিবাহবার্ষিকী উপলক্ষ্যে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে অনন্ত জলিল এখন আছেন ইতালির রোমে। ইউরোপের শহরটিতে ঘুরে বেড়ানোর ছবি ফেসবুকে পোস্ট করেছেন অনন্ত।
কয়েক বছর প্রেম করার পর ২০১১ সালে বিয়ের পিঁড়িতে বসেন অনন্ত-বর্ষা। আট বছরের সংসারে আরিজ ও আবরার নামের দুই ছেলে এ এ দম্পতির।
বিবাহবার্ষিকী উপলক্ষ্যে বর্ষার উদ্দেশ্যে অনন্ত জলিল ফেসবুকে লিখেছেন, আমার জীবনে তোমার আগমন সবচেয়ে সেরা ঘটনা। প্রিয়তম, আমি তোমাকে ভালোবাসি। আমার খুশির জন্য যা যা করেছো সবকিছুর জন্য ধন্যবাদ।
একসঙ্গে অনন্ত-বর্ষা অভিনয় করেছেন ‘খোঁজ দ্য সার্চ’ (২০১০), ‘হৃদয়ভাঙা ঢেউ’ (২০১১), ‘মোস্ট ওয়েলকাম’ (২০১২), ‘নিঃস্বার্থ ভালোবাসা’ (২০১৩) ও ‘মোস্ট ওয়েলকাম ২’ (২০১৪) ছবিতে। তাদের ‘দিন দ্য ডে’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা