বৈশাখীর সকালের গানে গাইবেন ড. অনিমা রায়। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আগামীকাল সোমবার সকাল ৮.টা ২৫ মিনিটে। ড. অনিমা রায় মূলত রবীন্দ্র সঙ্গীত শিল্পী। রবীন্দ্র সঙ্গীত ছাড়াও তিনি সব ধরনের গানেই অভ্যস্ত।
সোমবার প্রচার হবে তার গাওয়া ৯টি গান। গানগুলো হলো- ওই আসন তলে, আমরা মিলেছি আজ, জাগাও পথিকে, যেখানে সে দয়াল, সখা তোমারে পাইলে, মোর আজি গাঁথা হলো না, আজি তোমার কাছে, আজি এসেছি আজি এসেছি, ধনধান্যে পুষ্পভরা।
অনিমা রায় বলেন, গানগুলো গেয়ে নিজের কাছে ভালো লাগছে। গানগুলো দর্শকদেরও খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আমাকে এমন একটা সুযোগ দেয়ার জন্য বৈশাখী টিভির প্রতিও কৃতজ্ঞতা।
এছাড়াও মিউজিক্যাল শো তিব্বত লাক্সারী সোপ ‘গোল্ডেন সং’-এ গান গাইবেন কণ্ঠশিল্পী সুপর্ণা জাহান পিংকি। অনুষ্ঠানটি প্রচার হবে আগামীকাল সোমবার রাত ৮টায়। জনপ্রিয় এই শিল্পীর গান কিছুক্ষণের জন্য হলেও দর্শকদের মোহময় আবেশে আছন্ন করবে এতে কোনো সন্দেহ নেই।
তিনি গাইবেন নতুন ও পুরনো দিনের জনপ্রিয় কিছু গান। নিজের গাওয়া গানগুলো নিয়ে সুপর্ণা জাহান পিংকি বলেন, সত্যিই খুব ভাল লাগছে। আশা করি, গানগুলো বৈশাখী টিভির দর্শকদের অনেক ভালো লাগবে। সানজিদা তন্বীর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ