বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এজন্য তাকে যেতে হয়েছে হাসপাতালেও। তবে এখন তিনি শঙ্কামুক্ত।
ধর্মেন্দ্র গত সপ্তাহে মুম্বাইয়ের খারের একটি হাসপাতালে ভর্তি হলেও এ খবর ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে বুধবার । প্রবীণ এ অভিনেতা তিন দিন চিকিৎসা নিয়ে সোমবার রাতে বাসায় ফিরেছেন।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সূত্র বলেন, ‘তিনি এখন অনেকটা সুস্থ এবং নিজ বাসায় অবস্থান করছেন। বর্তমানে তিনি বাংলোতে যাওয়ার কোনো পরিকল্পনা রাখেননি।’
উল্লেখ্য, ধর্মেন্দ্র তার দুই ছেলে সনি দেওল ও ববি দেওলের সঙ্গে বাসায় ফেরেন। তিনি যখন শারীরিকভাবে ভালো অনুভব করছিলেন, তখনই তাকে হাসপাতাল থেকে বাসায় ফেরার অনুমতি দিয়েছেন চিকিৎসক।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ