১৪ অক্টোবর, ২০১৯ ০৯:৩৭

রাজমণির যাত্রা শেষ, বন্ধ হচ্ছে রাজিয়াও

অনলাইন ডেস্ক

রাজমণির যাত্রা শেষ, বন্ধ হচ্ছে রাজিয়াও

রাজধানীর আলোচিত প্রেক্ষাগৃহ রাজমণি বন্ধ হয়ে যাচ্ছে। ১৯৮৩ সালে রাজমণি সিনেমা হল নির্মাণ করা হয়। কামাল আহমেদ পরিচালিত ‘লালু ভুলু’ ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে চালু হয়েছিল এই হল। 

এ প্রেক্ষাগৃহের মালিক মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনি। তিনি জানান, আমাদের যাত্রা শুরু হয়েছিল রমরমা বাজার দিয়ে। শেষ হলো চরম মন্দায়। 

১২ অক্টোবর শাকিব খান–ববির জুটির ‘নোলক’ ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে থেমে যায় রাজমণির কার্যক্রম। হল থেকে মেশিন, সার্ভার খুলে শুরু হয়েছে। রাজমণি হলের স্থানে বহুতল ভবন নির্মাণ করা হবে, তবে সেখানে কোনো সিনেমা হল থাকবে না।

হলটির দায়িত্বে থাকা শহীদুল্লাহ জানান, ১৯৮২ সালে রাজমণি সিনেমা হলটি চালু করা হয়। বর্তমান সময়ে সিনেমা হলের ব্যবসা মন্দের কারণে এটি বন্ধ করে দেয়া হচ্ছে। আগামী সপ্তাহে পাশের ‘রাজিয়া’ সিনেমা হলটিও বন্ধ করে দিব আমরা। সিনেমা হল ভেঙে এখানে অফিস ভাড়া দেয়া হবে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর