বলিউডের আলোচিত জুটি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। শত ঝড়ঝাপটা তাদের ৪৬ বছরের সংসারে ফাটল ধরাতে পারেনি। সম্প্রতি তাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ৩৫ বছরের পুরনো। বিবিসিকে দেয়া সেই সাক্ষাৎকারে, অমিতাভকে শিশু বলে রসিকতা করেন জয়া।
জয়া বলেন, 'বাড়িতে থাকলে আমাকে তিনটি শিশুকে সামলাতে হয়।' সেই কথা শুনে সাংবাদিক চমকে যান। কারণ জয়া-অমিতাভের সন্তান দুই জন, অভিষেক ও শ্বেতা।
সাংবাদিক তাই প্রশ্ন করেন, 'তিন শিশু?' তার উত্তরে অমিতাভ বলেন, আসলে বাড়িতে তাদের দুই ছেলে-মেয়ে বাদ দিলে তিনিই আরও একজন শিশু। তিন জন বলতে, তাকে ধরেই বলছেন জয়া।
সেই সাক্ষাৎাকারের ৭৭ বছর বয়সী অমিতাভ আরও বলেছিলেন, ছেলেমেয়েকে সময় দিতে না পারার জন্য যেন কিছুটা অপরাধবোধ কাজ করে। তিনি বলেন, এটা খুবই লজ্জার বিষয়।
এ প্রসঙ্গে স্বামীকে সান্ত্বনা দিতে দেখা গেল জয়া বচ্চনকে। তিনি বললেন, অমিতাভ ছেলেমেয়েদের যথেষ্ট সময় দেয়। এমনকি বাবার দেখাদেখি তার বেশ কিছু হাবভাবও অনুকরণ করে ছেলেমেয়েরা।
বিডি প্রতিদিন/ফারজানা