বর্ণবৈষম্য নিরসনে দুই মিলিয়ন মার্কিন ডলার অনুদান হিসেবে দিয়েছেন ব্র্যাড পিট ও তার সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টন। বর্ণবৈষম্য নিরসনে কাজ করা সংস্থা কলর অব চেঞ্জকে ১ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন পিট। তিনি এমন সময়ে এ অনুদান দিলে যার কিছুদিন আগে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে যুক্তরাষ্ট্রে পুলিশী হেফাজতে হত্যা করা হয়েছে।
একই খাতে ব্রাড পিটের প্রায় এক সপ্তাহ আগে ১ মিলিয়ন ডলার অনুদান দেন ব্র্যাডের সাবেক স্ত্রী জেনিফার। তিনিও ফ্লয়েড হত্যাকাণ্ডে গভীরভাবে মর্মাহত হয়েছেন বলে জানা গেছে। বিচ্ছেদ হয়ে গেলেও সম্প্রতি জেনিফার-ব্র্যাডের বন্ধুত্ব জোড়া লেগেছে। জেনিফারের কারণেই ব্র্যাড অনুদান দিয়েছেন বলে জানা গেছে। ব্র্যাড নিজেও জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে শুরু হওয়া বর্ণবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন।
প্রসঙ্গত, ২০ ডলারের জাল নোটে পণ্য ক্রয় করায় গত ২৫ মে গ্রেফতারের পর হত্যা করা হয় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে। হত্যাকারী পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন একজন শ্বেতাঙ্গ।
বিডি প্রতিদিন/ফারজানা