আমেরিকার প্রভাবশালী সেলিব্রেটি হলিউডের অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গের বাবা আরনল্ড স্পিলবার্গ ১০৩ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তিনি ছিলেন একজন প্রকৌশলী, পারসোনাল কম্পিউটার তৈরিতে তার অবদান ছিল। বার্ধক্যজনিত কারণে লস এঞ্জেলসে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আরনল্ড স্পিলবার্গের চার সন্তান।
স্পিলবার্গ এবং চার্লস প্রোপাস্টার যখন জেনারেল ইলেকট্রিকে কাজ করতেন, তখন তারা ১৯৫০ সালের দিকে জিই-২২৫ মডেলের মেইনফ্রেম কম্পিউটারের ডিজাইন করেছিলেন।
একজন সাধারণ চিত্রপরিচালক কীভাবে প্রভাবশালী বিত্তবানে পরিণত হতে পারেন তার সবচেয়ে বড় উদাহরণ স্টিভেন স্পিলবার্গ।
বিডি প্রতিদিন/এ মজুমদার