১৯ সেপ্টেম্বর, ২০২০ ১০:৫৭

'যুদ্ধ' শেষ করার হুঁশিয়ারি কঙ্গনার

অনলাইন ডেস্ক

'যুদ্ধ' শেষ করার হুঁশিয়ারি কঙ্গনার

ফের সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করে হুঁশিয়ারি দিয়েছেন বলিউডের কুইনখ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, শুরু করেননি তিনি, কিন্তু শেষ দেখেই ছাড়বেন। 

পাশাপাশি তার মুম্বাই-এর অফিস ভাঙার প্রসঙ্গ টেনে কঙ্গনা বলেন, 'এটা ধর্ষণ। আমার স্বপ্নের, আমার সাহসের, আমার আত্মসম্মানের এবং আমার ভবিষ্যতের।' 

শুক্রবার টুইটারে কঙ্গনা লেখেন, অনেকে বলেন আমি খুব লড়াকু। তা সত্যি নয়। ঝামেলা আমি শুরু করিনি। যদি তা প্রমাণ করতে পারেন তবে টুইটার ছেড়ে দেব। তবে হ্যাঁ, ঝামেলা যখন শুরু হয়েছেই, তবে শেষ করব আমি। ভগবান কৃষ্ণ বলেছেন, যদি কেউ যুদ্ধে আমন্ত্রণ জানায়, তবে তা অগ্রাহ্য করা অনুচিত। 

অন্যদিকে বলিউডের বেশিরভাগকে পাশে পাওয়া অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার এদিন টুইটারে লেখেন, ভারতের আসল মুখদের ধন্যবাদ। ধন্যবাদ পক্ষপাতহীন সংবাদমাধ্যমকে। ফেক আইটি সেলের বিরুদ্ধে এই জয় তোমাদের। আমি অভিভূত। 

এর আগে, ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে উর্মিলা বলেন, গোটা দেশ ড্রাগের সমস্যায় ভুগছে। ও (কঙ্গনা) কি জানে হিমাচল ড্রাগের আঁতুরঘর? ওর উচিত নিজের রাজ্য থেকে সাফাই অভিযান শুরু করা। পরে এক সাক্ষাৎকারে অভিনেত্রী উর্মিলা মাতন্ডকারকে “সফট পর্নস্টার” বলেছেন কঙ্গনা

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু, স্বজনপোষণ বিতর্ক, সিবিআই, বলিউডের মাদক যোগ এবং কঙ্গনা রানাওয়াত-এই কয়েকটি বিষয় নিয়ে গত কয়েক মাস বলিউড উত্তাল। 

সূত্র : আনন্দবাজার

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর