২১ সেপ্টেম্বর, ২০২০ ১৪:২০

'গল্পের মধ্যে গল্প, আর বলতে বারণ'

জয়া আহসান

'গল্পের মধ্যে গল্প, আর বলতে বারণ'

বেশি বলা বারণ। তাই কথা না বাড়িয়ে পাঁচখানা ছবি দিলাম আমার দর্শকদের জন্য। আমার আগামী ছবির আগমনী বার্তা।

পিপলু আর খানের ২য় ছবি, কিন্তু প্রথম কাহিনী চিত্র। আপাতত নামহীন, গোত্রহীন সাকুল্যে ৬ সপ্তাহের যাত্রা। তার মধ্যে ১৫ দিনে একটি ফিচার ফিল্ম এর শ্যুটিং করে ফেললাম।

প্যানডেমিক এর মানসিক অস্থিরতার দিনগুলোতে যখন বাসায় বসে ভয় আর শঙ্কায় দিনগুলো কাটাচ্ছিলাম, পরিচালক ফোনে বললেন, ‘চলেন ছোট করে একটা শর্ট ফিল্ম বানিয়ে ফেলি।’

তারপর গল্পের মধ্যে গল্প, আর বলতে বারণ। নানা কারণে পরে সেটা ফিচার ফিল্ম হয়ে গেলো!

‘প্যানডেমিক এর মধ্যে একটা ছবি শ্যুট করবো তার উত্তেজনাটাই আসল। এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, চলেন করে ফেলি।’

ঠিক এভাবেই একটা ছবির অংশ হয়ে গেলাম। জীবনের খণ্ড খণ্ড না-বলা অনুভূতি আর বাকি গল্পটা ‘it’s complicaed’। এতটুকুই বলা অনুমতি সাপেক্ষে।
ছবি অনেক সময় ছবি হয়ে উঠে, বানাতে হয় না!- সম্ভবত এটা এমন একটা প্রজেক্ট। আশায় থাকলাম, কী করলাম সেটা দেখার জন্য! কিন্তু ১৫ দিনের শ্যুটিংটা একটা পাগলামি ছিল, এটা নিশ্চিত। এত কম মানুষ নিয়ে একটা ছবি শ্যুট করা যায় সেটাও জানা হলো। অসাধারণ পরিশ্রমী কিছু মানুষের সাথে একটা সুন্দর অভিজ্ঞতা হলো।

পিপলু ভাই আর নুসরাত মাটির চিত্রনাট্যে আপাতত নাম, গোত্রহীন এই ছবি। অ্যাপলবক্স ফিল্মস, আবু শাহেদ ইমন এর বক্স অফিস মাল্টিমিডিয়ার সাথে আমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’-ও এই ছবির প্রযোজক বটে!
আপাতত এর চাইতে বেশি কিছু বলতে বারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর