দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হিউম্যান ব্র্যান্ডস একটি জরিপ প্রকাশ করেছে। সম্প্রতি প্রকাশিত এই জরিপে বিভিন্ন শাখায় ভারতের সেরাদের নাম উঠে এসেছে। এখানে ৯ শাখায় সেরাদের তালিকা তুলে ধরা হলো।
১. সবচেয়ে সম্মানিত ও বিশ্বস্ত দম্পতি
বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতি এই ক্যাটাগরিতে শীর্ষে আছেন।
২. শক্তিমান দম্পতি
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং হলেন ‘পাওয়ার কাপল’ ক্যাটাগরিতে সেরা।
৩. সেরা আকর্ষণীয় তারকা
‘মোস্ট অ্যাট্রাক্টিভ সেলেব্রিটি’ হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
৪. বহুমুখী প্রতিভা
অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ভারতের সবচেয়ে ভার্সেটাইল তারকা হিসেবে শীর্ষে রয়েছেন।
৫. সেরা সুন্দরী
বলিউডের শীর্ষ নায়িকা দীপিকা পাডুকোন সুন্দরী ক্যাটাগরিতে ৫৯.৯ স্কোর করে সেরা হয়েছেন। ৪৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘মোস্ট গ্ল্যামারাস’ শাখাতেও শীর্ষে দীপিকা।
৬. সবচেয়ে সম্মানিত ব্যক্তি
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ৯০ স্কোর নিয়ে এই শাখায় শীর্ষে রয়েছেন।
৭. সবচেয়ে আবেদনময়
‘মোস্ট অ্যাপিলিং’ বা সবচেয়ে আবেদনময় পুরুষ হয়েছেন অক্ষয় কুমার, তার স্কোর ৯৩.৫।
৮. সবচেয়ে যৌনাবেদনময়ী
‘মোস্ট সেক্সি’ বা সবচেয়ে যৌনাবেদনময়ী হিসেবে যার নাম উঠে এসেছে, তিনি হলেন প্রিয়াঙ্কা চোপড়া।
৯. নারীদের হৃদয়হরণ
‘মোস্ট নাম্বার ওয়ান হার্টথ্রব’ বলিউড তারকা হয়েছেন রণবীর কাপুর। জরিপে আলিয়া ভাট ও রণবীর কাপুর হয়েছেন ‘মোস্ট কনট্রোভার্শিয়াল কাপল’।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ