ক্যাটরিনা কইাফ এবং ভিকি কৌশলের সম্পর্কের গুঞ্জনে এই মুহূর্তে মুখরিত বলিউড। ভারতীয় শোবিজে চর্চার বিষয় এই দুই তারকার ব্যক্তিগত সম্পর্কের রসায়ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা-ভিকির প্রেমের খবর ফাঁস করেন অনিল কাপুর পুত্র হর্ষবর্ধন কাপুর।
এবার ছোটপর্দার এক জনপ্রিয় কমেডি শোয়ে 'সূর্যবংশী' ছবির প্রচারে এসে ভিকি কৌশলের নাম তুলে ক্যাটরিনার সঙ্গে রসিকতা করলেন করণ জোহরও। শো চলাকালীন আড্ডার ফাঁকে করণ জানান, তার প্রযোজিত ছবি 'ভূত' এর শুটিংয়ের পরিবেশ এতটাই গা ছমছমে ছিল যে তিনি একেকসময় রীতিমতো ভয় পেয়ে আঁকড়ে ধরতেন ছবির নায়ক ভিকিকে!
এই মন্তব্যের পরেই পাশে বসা ক্যাটরিনার দিকে ইঙ্গিতপূর্ণভাবে হেসে ক্ষমাও চেয়ে নেন করণ। তবে বিষয়টি বুঝে উঠতে পারেননি পাশে বসা অক্ষয় কুমার। তিনি করণকে প্রশ্ন করে বসেন, জবাবে এক গাল হেসে ক্যাটরিনাকে ইঙ্গিত করে করণ বলেন,' দেখুন, ওর ঘরে বর্তমানে সব কৌশল মঙ্গল রয়েছে!
সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক