অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যুর পর বলিউড তারকাদের মাদকাসক্তি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সেসময় অর্জুন রামপাল, দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুরসহ বেশ কয়েকজন তারকাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। এবার মাদকপার্টিতে যোগ দেওয়ায় আটক হয়েছেন বলিউড তারকা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান। জানা গেছে, কোনো প্রবেশমূল্য ছাড়াই মাদকপার্টিতে প্রবেশ করার ছাড়পত্র পান শাহরুখ-পুত্র আরিয়ান। মাদকপার্টির প্রবেশমূল্য ছিল ১ লাখ টাকা।
মুম্বাইয়ের একটি প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে আটক করা হয় আরিয়ান খানকে। তাকে জিজ্ঞাসাবাদ করছেন মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র কর্তারা। আরিয়ান জানিয়েছেন, তার নাম ‘ভিভিআইপি’ তালিকায় থাকায় কোনও প্রবেশ মূল্য দিতে হয়নি তাকে।
কর্ডেলিয়া নামে সেই প্রমোদতরী থেকে যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন দু'জন মহিলা। তারা প্রত্যেকে দিল্লির বাসিন্দা। এখনও পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
এনসিবি সূত্রে খবর, পার্টিতে পরিমাণ মাদক পাওয়া গিয়েছে, গ্রেফতার করার জন্য তা যথেষ্ট। ৬ জন ব্যক্তিকে এই পার্টির উদ্যোক্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে তাদেরও।
বিডি প্রতিদিন/ফারজানা