মাদককাণ্ডে নাম জড়ালো বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের। একটি বিলাসবহুল ক্রুজে নাইট পার্টি চলাকালীন ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অভিযান চানিয়ে তাকে আটক করে। এরই মধ্যে এনসিবির জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন আরিয়ান, পরে তাকে মাদককাণ্ডে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনার গ্রেফতারি পরোয়ানার জবানিতে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান জানিয়েছেন, ‘কেন আমাকে গ্রেফতার করা হল, তা বুঝতে পেরেছি।’ এনসিবি-র দফতরে ১৬ ঘণ্টা জেরা করার পর গ্রেফতার দেখিয়েছে শাহরুখ-পুত্রকে। সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে তার গ্রেফতারি পরোয়ানা। যেখানে আরিয়ান নিজের হাতে কলম দিয়ে লিখেছেন, ‘আমাকে কেন গ্রেফতার করা হয়েছে, তা আমি বুঝতে পেরেছি। আর আমার পরিবারের সদস্যদের ফোন করে আমি সে কথাই জানিয়েছি।’ এই লেখার নীচে আরিয়ানের সই। ‘দ্য নিউ ইন্ডিয়ান’ সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে সেই ছবি বলে আনন্দবাজার পত্রিকা প্রতিবেদনে জানিয়েছে
জানা গেছে, শাহরুখের ছেলেকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।
শনিবার রাতেই খবর আসে গোয়াগামী এক প্রমোদতরীতে এনসিবি তল্লাশি চালিয়েছেন। তাতে বলিউড তারকা-সন্তানও আটক হয়েছেন। কিন্তু নাম তখনও প্রকাশ্যে আসেনি। রবিবার সকালে আরিয়ানের নাম জানানো হয়। আরিয়ান ছাড়াও মোট ১০ জনকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেককেই জেরা করা হয়েছে সকাল থেকে। তারপর বিকেলে আরিয়ান এবং আরও দু’জনকে গ্রেফতার করা হয়।
আরিয়ানের সঙ্গে যারা রয়েছেন, তাদের নাম, মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চেন্ট। আরিয়ানের সঙ্গে বাকি দু’জনও সোমবার পর্যন্ত এনসিবি-র হেফাজতে থাকবেন। গ্রেফতারের পর তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি শাহরুখ খান ও স্ত্রী গৌরি।
উল্লেখ্য, ছেলে আরিয়ান আটকের খবর শুনেই শাহরুখ খান তার শুটিং স্থগিত করেছেন। ‘পাঠান’ ছবির একটি গানের কাজের জন্য স্পেনে যাওয়ার কথা ছিল বলিউড সুপাস্টারের। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে আপাতত সেই পরিকল্পনা স্থগিত রেখেছেন শাহরুখ। ছেলেকে ছাড়িয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন বাদশাহ।
বিডি-প্রতিদিন/শফিক