চলচ্চিত্র পুরস্কারের সবচেয়ে বড় আসর অস্কারের এ বছরের অনুষ্ঠানে স্মরণের তালিকায় ঠাই হয়নি ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের। সঙ্গীত বিষয়ক পুরস্কার গ্রামির স্মরণ সেকশনেও উচ্চারিত হয়নি লতার নাম। দুই ঘটনাই ভালোভাবে নেয়নি ভারতীয়রা।
ভারতীয়দের প্রিয় শিল্পী লতাকে অনেকে ভালোবেসে ডাকেন ‘নাইটিঙ্গেল অব বলিউড’ বলে। ত্রিশটির বেশি ভাষায় কয়েক হাজার গান গেয়েছেন লতা। গত মাসে হয়ে যাওয়া ব্রিটিশ একাডেমি ফিল্ম এন্ড টেলিভিশন অ্যাওয়ার্ড-বাফটা লতাকে স্মরণ করেছে। তবে অস্কার ও গ্রামির স্মরণীয়দের তালিকায় লতার নাম ওঠেনি।
গ্রামির স্মরণ সেকশনে লতার নাম না দেখে অতুল খাত্রি নামে এক ভারতীয় টুইটারে লিখেছেন, ‘কেনো লতা দিদিকে গ্রামির স্মরণ সেগমেন্টে স্মরণ করা হলো না?’
আরেক লতাভক্ত টুইটারে লিখেছেন, ‘ভারতের সবচেয়ে ভালোবাসার গায়ক লতা মঙ্গেশকরকে উল্লেখ করা হলো না, এই আয়োজন নিরর্থক ও গুরুত্বহীন। এতে বোঝা গেল, এটা বিশ্ব সঙ্গীতের অ্যওয়ার্ড নয় এটা কেবল আমেরিকার।’
নিশীথ পান্ডে নামে আরেকজন লিখেছেন, ‘অস্কার আর গ্রামি মুখে বলে তারা বৈচিত্র্যকে তুলে ধরে অথচ তারা কেউই তাদের স্মরণে লতা মঙ্গেশকরকে রাখলো না।’
তবে ২০২১ সালে অস্কার ইরফান খান, ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুত ও ভানু আথাইয়াকে স্মরণ করেছিল।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল