দীর্ঘ অপেক্ষার পর নতুন ছবি ‘লাইভ’ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন সাইমন সাদিক। আগামী ৯ সেপ্টেম্বর শামীম আহমেদ রনীর পরিচালনায় মাহির সঙ্গে ছবিটি নিয়ে আসছেন সাইমন। চার বছর পর ছবি মুক্তির কারণে বেশ উচ্ছ্বসিত ‘পোড়ামন’ খ্যাত এই নায়ক।
সিনেমাটি নিয়ে সাইমন সাদিক বলেন, গত বছর একই সময়েই শাপলা মিডিয়ার তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হই। তার মধ্যে একটি ছিল ‘লাইভ’। এতে টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম। যা ছবিতে রাখা হয়েছে। কতটা মনোযোগ দিয়ে কাজ করলে আমার মতো একজন অভিনেতা এটা একবারেই করতে পারে! পুরো গল্পটাই ছিল মনোযোগ দেয়ার মত। একটি সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। টিজারে রহস্যের যে ছায়া পাওয়া গেছে। একবার দেখতে বসলে পুরো গল্পটাই দর্শক শেষ পর্যন্ত দেখবে বলে আমার বিশ্বাস।’
তিনি আরও বলেন, দীর্ঘ ৪ বছর আমার কোনো ছবি মুক্তি পায়নি তারপরেও দর্শক আমাকে ভুলে যায়নি। আমি কাজের মধ্যে ছিলাম। আমার আটটির মতো ছবি সেন্সর হয়ে আছে। ছবি মুক্তির ব্যাপার প্রযোজকের উপর নির্ভর করে। এতদিন ছবি মুক্তি না পাওয়ায় ভিতরে ভিতরে অনেক খারাপ লাগা কাজ করেছিল। এখন ভালো লাগছে যে, ‘লাইভ’ মুক্তি পাচ্ছে। আগামীতে ‘নরসুন্দর’ ও ‘অশ্রুঘর’ ছবি দু’টিও মুক্তির মিছিলে রয়েছে।
উল্লেখ্য, ‘লাইভ’ ছবির গল্প সাইকো থ্রিলার ধরনের। যেখানে ঘটে যায় একটি হত্যাকাণ্ড! তাতে ফেঁসে যায় মাহিয়া মাহি। আর তাকে উদ্ধারের মিশনে নামেন সাইমন সাদিক। শেষ পর্যন্ত সাইমন কি পারেন মাহিকে বাঁচাতে? কেই বা খুনি? কেনই বা এ হত্যাকাণ্ড? এসব প্রশ্নের উত্তর মিলবে ৯ সেপ্টেম্বর। এই ছবিতে সাইমন-মাহি ছাড়া আরও অভিনয় করেছেন আদর আজাদ, খাইরুল বাশার, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক