টুইটারে বয়কটের ট্রেন্ডের কারণে আমির খানের 'লাল সিং চাড্ডা' সুপার ফ্লপ করেছে ভারতের বক্স অফিসে। তবে বিদেশে রীতিমতো সুপারহিট ছবিটি। এতে এত মন খারাপের মাঝেও বিদেশ থেকে আসা সুখবরে আশার আলো দেখছেন আমির অনুরাগীরা।
জানা গেছে, বিদেশের বাজের এই মুহূর্তে (২০২২) আমিরের 'লাল সিং চাড্ডা' সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা। সম্প্রতি বিশ্বের বাজারে হিট ফিল্মের তকমা পাওয়া 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি', 'ভুলভুলাইয়া-২' আর 'কাশ্মিরী ফাইলস'-কেও ছাপিয়ে গিয়েছে ছবিটি।
২০২২ সালে সর্বোচ্চ আয়ের বিচারে বিশ্বব্যাপি বক্স অফিসে রেকর্ড গড়ল আমির খান, কারিনা কপুর ও নাগা চৈতন্য অভিনীত ছবি লাল সিং চড্ডা। ৭.৪৭ মিলিয়ন ব্যবসা করেছিল গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। অন্যদিকে ভুলভুলাইয়া-২ ও কাশ্মিরী ফাইলস-এর ঝুলিতে এসেছিল যথাক্রমে ৫.৮৮ মিলিয়ন ও ৫.৭ মিলিয়ন। বলিউডের এই তিনটি ছবি ভারতের ব্ক্স অফিসেও দারুণ ব্যবসা করেছিল।
এদিকে, লাল সিং চড্ডা মুক্তির পর আন্তর্জাতিক বাজারে ৭.৫ মিলিয়ন ব্যবসা করেছে, যা ভারতীয় টাকার অঙ্কে যা ৫৯ কোটি টাকা। আর বিশ্বব্যাপী বক্স অফিস আয়ের নিরিখে এখনও পর্যন্ত লাল সিং চড্ডা ১২৬ কোটি টাকার ব্যবসা করেছে। তবে তেলুগু ব্লকব্লাস্টার আরআরআর আন্তর্জাতিক স্তরে ২০ মিলিয়নের ব্যবসা করেছিল।
সূত্র : এই সময়।
বিডি-প্রতিদিন/শফিক