বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন 'বৈশাখীর সকালের গানে' অংশ নেবেন কণ্ঠশিল্পী দিপা। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৮ টা ২০ মিনিটে।
অনুষ্ঠানটির প্যানেল প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন রবিউল হাসান সুজন ও মামুন আব্দুল্লাহ। দিপা মূলত আধুনিক গানের শিল্পী। তবে সব ধরনের গানেই তিনি অভ্যস্ত। এদিন প্রচার হবে তার গাওয়া ৯টি গান।
দিপা বলেন, গানগুলো গেয়ে নিজের কাছে ভালো লাগছে। গানগুলো দর্শকদেরও খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ