১১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৪৯

ভালোবাসা দিবসে ডেইজির নতুন গান

অনলাইন ডেস্ক

ভালোবাসা দিবসে ডেইজির নতুন গান

তাহমিনা জাদীদ ডেইজি

এবারের ‘ভ্যালেন্টাইন ডে’ বা বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘প্রতারক’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী তাহমিনা জাদীদ ডেইজি। “প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়”- গানটির কথা, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন জনপ্রিয় সুরকার শেখ জসীম। এই গানে ভালোবাসার মানুষের সঙ্গে প্রতারণা করে তার স্বপ্ন ভঙ্গের কাহিনী তুলে ধরা হয়েছে। 

আগামী ১২ ফেব্রুয়ারি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল youtube.com/@zadeed6019 এবং স্যোশাল মিডিয়ায় গানটি প্রচারিত হবে। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেও একাধিক টিভি চ্যানেলেও গানটি সম্প্রচারিত হবে। 

নতুন প্রজন্মের শ্রোতা-দর্শকদের উপভোগ্য করে রচিত ‘প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়’ গানটি মালয়েশিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানে চিত্রায়িত করা হয়েছে। দেশটির স্বনামধন্য ফিল্ম প্রোডাকশন কোম্পানি ব্রেইন্সবি প্রোডাকশনস সেন্দ্রিয়ান বারহাতের কারিগরি সহায়তায় এ গানের ভিডিও নির্মাণ করেছেন জাফর ফিরোজ। যিনি গত বছর বার্লিন ইন্টারন্যাশনাল আর্ট ফিল্ম ফেস্টিভ্যালের শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্রের পুরস্কার জিতেছেন। এছাড়া আন্তর্জাতিক ফিল্ম ফোরামেরও সদস্য জাফর ফিরোজ।

প্রতারক শিরোনামের গানটি নিয়ে বেশ আশাবাদী সঙ্গীতশিল্পী তাহমিনা জাদীদ ডেইজি। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রেম ও বিরহ- দুটিই ভালোবাসার গল্পে থাকে। শুধু প্রতারণাই কুঁড়ে কুঁড়ে খায় মানুষকে। বর্তমান প্রজন্মের শ্রোতা-দর্শকরা এই গান থেকে নতুন বার্তা পাবেন বলে মনে করেন ডেইজি। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর