৭ এপ্রিল, ২০২৩ ১৭:৪৪

ঈদে অনুরূপ আইচের ‘মেয়ে’ টেলিফিল্ম ও ১০ গান

অনলাইন ডেস্ক

ঈদে অনুরূপ আইচের ‘মেয়ে’ টেলিফিল্ম ও ১০ গান

অনুরূপ আইচ

ঈদুল ফিতরে আসছে গীতিকার ও লেখক অনুরূপ আইচের ‘মেয়ে’ টেলিফিল্ম। থাকছে এনটিভির ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়। 

‘মেয়ে’ শিরোনামের টেলিফিল্মটি পরিচালনা করেছেন এহসান এলাহী বাপ্পী। এর মাধ্যমে বিরতি ভেঙে অভিনয়ে ফিরলেন অভিনেত্রী রিচি সোলায়মান। এছাড়া এতে অভিনয় করেছেন করভী মিজান, জাহিদ হোসেন শোভন, বাপ্পী আশরাফ, আবু হুরায়রা তানভীর, নাবিলা ইসলাম প্রমুখ।

এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, এনটিভি সবসময়ই আমার লেখা সামাজিক ও পারিবারিক গল্প প্রকাশ করেছে নাটকে বা টেলিফিল্মে। এবারও আমি চেষ্টা করেছি মেয়ে টেলিফিল্মের মাধ্যমে সমাজের কাছে বার্তা দিতে, যা অনেকের কাছেই ভালো লাগবে। 

এই টেলিফিল্ম ছাড়াও অনুরূপ আইচের লেখা দশটি গান প্রকাশ পেতে যাচ্ছে। এর মধ্যে ছয়টি থাকছে ইসলামি গান। গানগুলো গেয়েছেন- এফ এ সুমন, মুহিন খান, সৈয়দ আশিকুর রহমান, খন্দকার বাপ্পি, এস রুহুল, খালেদ মুন্না, অভি ও প্রীতম। 

এছাড়া ড্যান্সার নিলয় খান সাগরের নাচের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাবে ‘প্রেমের গেন্দাফুল’ নামের একটা মজার গান। এই গানটি লেখার পাশাপাশি সুর করেছেন অনুরূপ আইচ।

 
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর