১২ আগস্ট, ২০২৪ ০৮:৫৭

ট্রাম্পের সমাবেশে ‘টাইটানিক’ সিনেমার গান, ক্ষুব্ধ সেলিন ডিওন

অনলাইন ডেস্ক

ট্রাম্পের সমাবেশে ‘টাইটানিক’ সিনেমার গান, ক্ষুব্ধ সেলিন ডিওন

সেলিন ডিওন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাচনি সমাবেশে টাইটানিক সিনেমার বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’ বাজানোর নিন্দা জানিয়েছেন গণটির কানাডীয় গায়িকা সেলিন ডিওন।

টাইটানিকের ‘থিম সং’ হিসেবে পরিচিত এই গান ও এর ভিডিও ক্লিপ সম্প্রতি যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের বোজম্যানে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের একটি নির্বাচনি সমাবেশে মঞ্চের পাশেই বড় পর্দায় বাজিয়ে দেখানো হয়।

এরপরই গানটির ভিডিও ক্লিপ অনুমতি না নিয়েই ব্যবহারের নিন্দা জানিয়েছেন সেলিন ডিওন। তার সামাজিক যোগাযোগমাধ্যমের একাউন্টে বলা হয়, “এ গান ও ভিডিও ব্যবহারের অনুমতি কোনওভাবেই ছিল না। ডিওন গানের এই ধরনের কোনওরকম ব্যবহারের অনুমতি দেন না। আর সত্যিই, সেই গান?”

পাঁচবার গ্র্যামি পুরস্কার জয়ী ডিওন এই গানের জন্য বহুল পরিচিত। ২০১৭ সালের জানুয়ারিতে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার উদ্বোধনী অনুষ্ঠানেও ডিওন এই গান গাইতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর