ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল অরোরা।
বুধবার মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে-মালাইকার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন তিনি। ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বান্দ্রা পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের দল। তবে পুলিশ এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট পায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
এদিকে, এ ঘটনা জানতে পেরে সেখানে পৌঁছেছেন মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খানও। এ ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না মালাইকা।
বিডি-প্রতিদিন/বাজিত