আশি ও নব্বইয়ের দশকে বলিউড সিনেমার গান মানেই কুমার শানু। নায়কদের মুখে রোমান্টিক গান হোক বা নায়িকা কাছ থেকে ধোঁকা খেয়ে দুঃখের গান। কুমার শানুর কণ্ঠের ম্যাজিকই গোটা দুনিয়াকে বুঁদ করে রাখত। এখনো বলিউডের স্যাড সং মানেই কুমার শানু।
তবে, কুমার শানুর ক্যারিয়ারের শুরুটা মোটেই সহজ ছিল না। ক্যারিয়ারের একেবারে শুরু দিকে, কিশোর কুমার কণ্ঠী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। কলকাতাসহ পশ্চিমবঙ্গের নানা জায়গায় স্টেজ শো করতেন। তবে, তার গানের আসল ঠিকানা ছিল মুম্বাই। বলিউডে পা দিয়ে বহু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল তাকে।
তবে জানেন কি? শুধু গানই নয়। দারুণ তবলাও বাজাতে পারেন শানু। ক্যারিয়ারের শুরুর দিকে গায়ক হিসেবে পরিচিত হওয়ার আগে, তবলাবাদক হিসেবেই জনপ্রিয় ছিলেন কুমার শানু।
সম্প্রতি তার বহু পুরোনো এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সেখানে সাংবাদিকের প্রশ্নে শানু বলেছেন, যদি গায়ক না হতাম, তাহলে অবশ্যই আমি তবলাবাদক হতাম। কারণ, গান ছাড়া যদি আর কিছু করতে পারি, তা হলো তবলা বাজানো।
বিডি প্রতিদিন/কেএ