আমার দেখা অন্যতম প্রিয় শটের মধ্যে এটি হয়ে থাকবে। লঞ্চ যে গতিতে ছেড়ে যায়, ঠিক সেই গতিতে উল্টো দিতে হাঁটে পরীমনি। ফলে ইয়েশ আর পরীমনীর স্থানিক দূরত্বটা পরিবর্তন হয়না।
কিন্তু শেষ রক্ষা হয়না, লঞ্চ তো ছোট, সীমিত, ফলে পরীমনি আর ইয়েশের দূরত্ব না বাড়ানোর পরীমনির অসহায় চেষ্টা ব্যর্থ হয়। বড় একটা আলো ফেলে লঞ্চ চলে যায় দূরে। দু'জন আলাদা হয়ে যায়।
স্বপ্নজালের শটের কথা বলছি। Gias Uddin Selim ভাই, অসাধারণ। অনেক ধন্যবাদ রিয়েলিটিভির একটা অনন্য শৈল্পিক ব্যবহার আমাদের দেয়ার জন্য।
(নির্মাতার ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর