কোনদিন যদি মনে পড়ে, আমার না থাকার কালে
ফিরে এসো নীরব ভোরে, পাখি দেখার প্রথম প্রহরে
একলা খুঁড়িয়ে চলা ব্যাকুল পাখি দেখো যদি
ভেবো, আমি আছি তারই মাঝে।
কোনদিন যদি মনে পড়ে, আমার না থাকার কালে
ফিরে এসো ফ্যকাসে দুপুরে, গাছের ছায়ায় ঝিরিঝিরি বাতাসে
বিরহী বিষণ্ণ কোন পাতা টুপ করে খসে পড়ে যদি
জেনো, আমি আছি তারই মাঝে।
কোনদিন যদি মনে পড়ে, আমার না থাকার কালে
ফিরে এসো নিঃসঙ্গ রাতে, পৃথিবীর নৈঃশব্দ্য সময়ে
দূরের আকাশে ম্রিয়মান কোন তারা দেখো যদি
ধরে নিও আমি আছি তারই মাঝে।
কেননা,
দেশ ছেড়ে পশ্চিমে উড়ে এসে
নিজস্ব নিবাসে নিঃসঙ্গ বেঁচেছিলাম
বহুকাল, বহু শতাব্দী কেউ রাখেনি খোঁজ
সেইসব নিঃসঙ্গতার কোন সাক্ষ্য প্রমানাদি
ছিল না পৃথিবীর মানুষজনের কাছে
এমন কী তোমার কাছেও।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি, ২০১৭/ফারজানা