ফেসবুকের কল্যাণে আগেই জানা গিয়েছিল হজ পালন করতে মক্কায় অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।
হজে যাওয়ার পর সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ইহরাম বাধা একটি ছবি প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি হজের তালবিয়া লিখেছেন, . লাব্বাইক আল্লা-হুম্মা লাব্বাইক, লাব্বাইক, লা-শারি-কা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্ নি`মাতা লাকা ওয়াল-মুলক, লা শারি-কা লাক।”
ইংরেজিতে তালবিয়ার অর্থ লিখেছেন সাকিব, হে আল্লাহ আমি হাজির! আমি উপস্থিত! আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির। আপনার কোন অংশীদার নেই। নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদরাজি আপনার এবং একচ্ছত্র আধিপত্য আপনার। আপনার কোন অংশীদার নেই।
এর আগে গত বছরের ডিসেম্বরে ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন সাকিব।
বিডি-প্রতিদিন/ ই-জাহান