হাত উস্কে দিলে ওজন বাড়ে আবার উস্কে দিলে ওজন কমে! এ অপরাধীর বক্তব্য তাই। ২৬ হাজার টাকা আমি নেয়নি। আমি শুধু দুই হাজার টাকা ভাগ পাইছি।
যাত্রীদের মালামাল বেশি আছে বলে সে টাকা দাবি করত। আর যাত্রীরাও ভয়ে টাকা দিয়ে দিতেন।
এ অভিযোগ পেয়ে আমরা বিষয়টি ফলোআপ করি। ফলোআপে অবশেষে ধরা পড়েন এ চিটার। বিজ্ঞ আদালত তাকে দুই লাখ টাকা জরিমানা করেন, অনাদায়ে ছয় মাস জেল।
লেখক : অতিরিক্ত পুলিশ সুপার (এয়ারপোর্ট আর্মড পুলিশ)
(ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৮/আরাফাত