১৪ মে, ২০১৯ ০৯:০৫

ভাইয়ের পাঞ্জাবী ধরে বলেছি, আমাকে বাঁচান: খাদিজাতুল কুবরা

ভাইয়ের পাঞ্জাবী ধরে বলেছি, আমাকে বাঁচান: খাদিজাতুল কুবরা

কোমরে, পিঠে লোহার চেয়ার দিয়ে মারছে, পরে প্লাস্টিকের চেয়ার ছুড়ে মারতে থাকে, আমি বাইরে যাচ্ছি, পরেই দেখি তিলোত্তমা পড়ে গেছে। ওকে শুইয়ে পানি দিলাম, পরে যখন বাইরে আসলাম তখন কিছু ছেলে ধাওয়া দিলো। তখন Al-Amin Rahman আমাকে ধরে কোন রকম সেফ করলো। 
আবার ধাওয়া দিলো ডাকসুর সামনে। তখন দৌড় দিয়ে Md Rumman Hossain ভাইয়ের পাঞ্জাবী ধরে হাঁপাচ্ছি আর বলেছি-ভাই, আমাকে বাঁচান, ভাই সেফ করে ঢাকা মেডিকেল নিয়ে গেলো।আজ মেরেই ফেলতো। আমার ছাত্রলীগের ভাইয়েরাই আমাকে, আমাদের...।

লেখক: সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, ডাকসু নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটি ২০১৯।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর