ঈদুল ফিতরে যানবাহন 'শূন্য' হয়ে পড়েছে ইন্দোনেশিয়ার রাজধানী শহর জাকার্তা। শুধু ঈদের আগেই ১২ লাখ ১৬ হাজার ৮৫৯টি গাড়ি রাজধানী ত্যাগ করেছে। নিজের এলাকায় গিয়ে পরিবারের সঙ্গে ঈদুল ফিতর পালন করতে অনেকেই জাকার্তা ছেড়েছেন।
তাই এখনকার জাকার্তা অন্য যে কোনো সময়ের চেয়েও নিরব। এই সুযোগে অনেকেই এখন জাকার্তা ঘুরতে আসছেন। নানা ভঙ্গিতে ছবি তুলছেন।
ইন্দোনেশিয়া প্রবাসী এম আর করিম রেজা তার ফেসবুকে এরকম বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, ঈদের ছুটিতে যানবাহন মুক্ত জাকার্তা'র সড়কে নানা ভঙ্গিতে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে পোষ্ট করছে অনেকেই!
বিডি প্রতিদিন/ফারজানা