এই দেশে বসে সিনেমা বানানোর চেয়ে ফালতু কাজ আর দ্বিতীয়টা নেই! অন্যকে সম্মান করাতো দূরের কথা, নিজের কাজটাকেই কেউ সম্মান করে না। এবং ক্রমাগত Below Surface কাজ দেখতে দেখতে- কাজ বোঝার রুচিটুকুও নেই! যদিওবা দু-একজন কাজ বোঝার ভান করেন। তারা মনে করেন পরিচালকের হাতে আলাদীনের চেরাগ আছে, ঘষা দিলেই উন্নতমানের কাজ বের হয়ে যাবে। সব থেকে অদ্ভুত সম্পর্ক হলো প্রযোজক আর পরিচালকের- একদম চোর পুলিশের সম্পর্ক!
আজকে কোথায় যেন অনুরাগ ক্যাশপের সাক্ষাৎকার পড়ছিলাম। তিনি খুব উৎফুল্ল হয়ে নেটফ্লিক্সের উচ্ছসিত প্রশংসা করে বলেছেন, নেটফ্লিক্সে নিজের ঘরের মত শান্তি! এখানে ইচ্ছেমত ঝগড়া করা যায় এবং অপার স্বাধীনতা পাওয়া যায়। সবথেকে বড় কথা তারা কাজের মর্মটা বোঝে!
শোনেন এইদেশেও স্যাকরেড গেমস এর মানের কাজ করার মানুষ আছে, কেবল আপনারা কেউ সঙ্গে নাই! (বিদায় প্রস্তুতি)
লেখক : চলচ্চিত্র নির্মাতা
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/শফিক