ফরাসী কলোনীর স্মৃতিবাহী 'আকাডিয়ান’ নামের আদিবাসীদের বার্ষিক উৎসবে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিরোধী দলের নেতা এন্ড্রু শিয়ারও ছিলেন সেই উৎসবে। এই উৎসবের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যতোটা সম্ভব শব্দ করে করে মিছিল করে এগিয়ে যা্ওয়া। খালি মুখে তো বটেই, নানা ধরনের যন্ত্রপাতির মাধ্যমেও শব্দ তৈরি করে উৎসবমুখর একটি পরিবেশ তৈরি করা হয় এই সময়।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সেই মিছিলে অংশ নিয়েছেন, উচ্চস্বরে হেসেছেন, যতোটা সম্ভব শব্দও করার চেষ্টা করেছেন।
আদিবাসীদের সাথে শব্দ করে করে হাস্যরস করে করে মিছিলে হেঁটে যাচ্ছিলেন জাস্টিন ট্রুডো। দুই পাশে থাকা দর্শনার্থীদের মধ্যে তিনি পেয়ে যান বিরোধী দলের নেতা এন্ড্রু শিয়ারকে। হাত বাড়িয়ে হাসোজ্জ্বলভাবে করমর্দন করেন তিনি।
রাজনীতির আলাদা একটি চরিত্র তাকে, সেটি পূর্বের রাজনীতি হউক আর পশ্চিমের রাজনীতি হউক। কনজারভেটিভ রাজনীতির তো আলাদা একটা চরিত্র থাকবেই। ট্রুডো আর এন্ড্রুর হ্যান্ডশেকের ছবিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে কনজারভেটিভ পার্টি। ক্যাপশনে লিখে দেয় ‘ট্রুডোকে যখনই বলা হয় কানাডিয়ানদের মিথ্যা বলা থামাও, তখন প্রতিক্রিয়া হয় এইরকম’।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা