বাংলাদেশ ছাত্রলীগের শোভন-রাব্বানী নেতৃত্বাধীন কমিটি আগের বিতর্ক এখনো চলমান। যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু'র ‘শিষ্য’ মমিন শাহরিয়ার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-দফতর সম্পাদক পদে ঠাঁই করে নিয়েছেন।
সম্প্রতি সাবেক ছাত্রলীগ নেতাদের ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য পাওয়া যায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
জানা গেছে, শুধুমাত্র কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের ছোট ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাধেই তিনি এমন গুরুত্বপূর্ণ পদ ভাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা বলছেন, যে আস্থা ও বিশ্বাস নিয়ে শোভন-রাব্বানীকে ছাত্রলীগের নেতৃত্বে আনা হয়েছিল, তারা সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারেননি।
বিডি প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৯/আরাফাত