একটা ভিডিও দেখলাম। অনেকেই শেয়ার করেছে। এক ব্যাংক কর্মকর্তা তার ডেস্কে বসে কাজ করছিলেন। সামনে একজন ক্লায়েন্ট তার সাথে কথা বলছেন। ব্যাংক কর্মকর্তা পানি খেলেন। ভিডিওতে যতটুকু বোঝা যাচ্ছিল, কথা বলার সময় তিনি কিছুটা অস্বস্তিবোধ করছিলেন। তাই হয়তো হাত দিয়ে কপাল, চোখ চেপে ধরছিলেন।
ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতেই হঠাৎ করে টেবিলের উপর পড়ে গেলেন। আশেপাশের সহকর্মীরা তাকে ধরে উঠানোর চেষ্টাও করলেন। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। পৃথিবীর মায়া ছেড়ে তিনি চলে গেলেন।
এই হচ্ছে আমাদের জীবন। মৃত্যু যেখানে অবধারিত সত্য। কিন্তু কখন যে মৃত্যু আমাদের সামনে চলে আসবে, এই চিন্তা করার সুযোগও আমরা অনেকে পাচ্ছি না। প্রতিনিয়ত আমাদের ছুটে চলা, সেটা যে কখন থেমে যাবে সেটাই আমরা জানিনা। মৃত্যুকে সাথে নিয়েই যেন আমরা বেঁচে আছি।
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: উপ-পরিচালক, বাংলাদেশ ব্যাংক
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ