ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানী ইন্দ্রাওয়াতি। একজন অর্থনীতিবিদ, কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন তিনি। ২০০৪ সালে বিশ্বে অর্থনৈতিক মন্দা চলাকালীন তাঁকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছিল। সেই মন্দা থেকে উত্তরণের পর তিনি দায়িত্ব ছেড়ে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন।
বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো ২০১৪ সালে দায়িত্ব গ্রহণকালে তিনি অর্থমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন। পরবর্তীতে কয়েকবার অনুরোধের পর তিনি ২০১৬ সালে আবার দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দা এবং বাণিজ্য যুদ্ধে সংস্কারমূলক পদক্ষেপ নিয়ে ইন্দোনেশিয়ার অর্থনীতি সচল রাখতে চেষ্টা করছেন তিনি। তার নেয়া সংস্কার পদক্ষেপের কারণে বিদেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি ব্যাংকে ইন্দোনেশিয়ানদের জমা/পাচার করা অর্থের বড় একটি অংশ দেশে ফিরে এসেছে।
কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পরপর টানা তিনবার বিশ্বের সবচেয়ে দক্ষ মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা